মোঃ মহিদুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ফতেপুর সামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নিঝুম খাতুন (১৫) নিখোঁজের সাড়ে ৫ মাস পার হলেও এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। মেয়ের খোঁজ না মেলায় হতাশায় দিন গুনছে তার পরিবার।
জানা গেছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের হয়রত আলী ও তাসলিমা খাতুনের মেয়ে নিঝুম গত ১৩ মার্চ ২০২৫ ইং তারিখে নিখোঁজ হন। এ ঘটনায় নিঝুমের মা মোছাঃ তাসলিমা খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় ৫ জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার ১নং আসামি রাখালভোগা গ্রামের মোঃ কামাল ডাক্তারের ছেলে জিম-কে পুলিশ আটক করলেও তার কাছ থেকে উল্ল্যেখযোগ্য তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাহাবুর রহমান বলেন, “ আমরা সাধ্যমতো চেষ্টা করছি, তবে এখনো ভালো কোনো ফলাফল পাওয়া যায়নি। মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমানও একই মন্তব্য করেন।
এদিকে ভিকটিমের মা তাসলিমা খাতুন অভিযোগ করে বলেন, মেয়েকে উদ্ধারে র্যাবসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরেছি, কিন্তু এখনো কোনো হদিস পায়নি। জানি না মেয়ে জীবিত না মৃত ।
অভিযোগ রয়েছে, ৫ আসামির মধ্যে একজন হাটকোট থেকে এবং দুজন স্থানীয় আদালত থেকে জামিন নিয়েছে। অপর একজনকে এলাকায় প্রকাশ্যে ঘুরতে দেখা যাচ্ছে, কিন্তু পুলিশ তাকে আটক করছে না।
দীর্ঘ সাড়ে ৫ মাস পার হলেও তেমন কোনো অগ্রগতি না হওয়ায় পরিবারটি হতাশ হয়ে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছে।